ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনতাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্র থেকে চেয়ারম্যান প্রার্থীর ১০০ ব্যালট ছিনতাই হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুয়াগাঁতী কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিনয় কুমার বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ চলাকালে ১০-১২ জন লোক জোর করে বুথে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনিয়ে নিয়ে যান।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  

স্থানীয় অনেকের দাবি, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন ব্যালট ছিনতাই করেছে।  

তবে প্রিজাইডিং অফিসার বিনয় কুমার এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।  

উল্লেখ্য, প্রথম দফায় ২০১৬ সালের ৪ জুন বড়হর ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সীমানা জটিলতার মামলায় ওই তারিখের নির্বাচন স্থগিত করেন আদালত। দ্বিতীয় দফায় ২০১৭ সালের ১২ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী আবার তফশিল ঘোষণার আবেদন করে হাইকোর্টে রিট করলে ভোটগ্রহণের আগের রাতে ফের স্থগিত করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।