ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কচুয়া পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কচুয়া পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী নাজমুল আলম স্বপন

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া পৌরসভায় ৯ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নাজমুল আলম স্বপন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭৩৪ ভোট।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে হুমায়ুন কবির প্রধান পেয়েছেন একহাজার ৪৮৫ ভোট।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ছিলো ১৫ হাজার ৬৫৫জন। এ পৌরসভায় মেয়র প্রার্থী ছিলেন ৫জন।

বিজয়ী নাজমুল আলম স্বপন উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।