ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মদনে স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মদনে স্বতন্ত্র প্রার্থীর জয়

নেত্রকোনা : নেত্রকোনার মদন পৌরসভায় নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৩ হাজার ৭৯১ ভোট পেয়েছেন।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মাশরিকুর রহমান পেয়েছেন ১ হাজার ৭৫০ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মদন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিতে করেন।

মদন পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী একেএম সাইফুল ইসলাম, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মো. ফিরোজ খান, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন।

মদন পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৮৬৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৪০ ও নারী ৫ হাজার ৪২৯ জন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা,ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।