ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

মেলান্দহে আ.লীগ প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মেলান্দহে আ.লীগ প্রার্থীর জয়

জামালপুর: জামালপুরের মেলান্দহ পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিক জাহেদী রবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ১৪৫।



তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজি দিদার পাশা পেয়েছেন ৭ হাজার ৩৬০ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোটগণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসার জনকেনেডি জাম্বিল এ তথ্য জানান।

তিনি জানান, পৌরসভা নির্বাচনে ২১ হাজার ৫২ ভোটের মধ্যে ১৬ হাজার ৫০৫ ভোট কাস্ট হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।