ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বোয়ালমারীতে আ’লীগের বিদ্রোহী, নগরকান্দায় আ’লীগ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বোয়ালমারীতে আ’লীগের বিদ্রোহী, নগরকান্দায় আ’লীগ জয়ী

ফরিদপুর: বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়াকে (জগ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, মোজাফফর হোসেন বাবলু মিয়া ৭ হাজার ৫শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুস শুকুর শেখ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৭শ ৭৪ ভোট।

এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
আরকেবি/আরইউ/আরএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।