ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

সৈয়দপুর-জলঢাকায় ভোট গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সৈয়দপুর-জলঢাকায় ভোট গণনা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা।



বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এ দুই পৌরসভার ৩৮টি কেন্দ্রে প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে গণনা শুরু হয়।

এ দুই পৌরসভায় মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।