ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিনের ৫ কেন্দ্রে আ’লীগ এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিনের ৫ কেন্দ্রে আ’লীগ এগিয়ে

ভোলা: ভোলা জেলার তিন পৌরসভার ৫টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৯৬৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে ওই কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।

একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ৪৬৯ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৬৮ ভোট।

অন্যদিকে দৌলতখান পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাকির হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৬০২ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।

এদিকে ভোলা সদর পৌরসভার দুটি কেন্দ্রে ফলাফল পাওয়া গেছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ২৪৫৫ ভোটভ আর তার প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ ট্রুম্যান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।