ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

দিনাজপুরে আচরণবিধি লঙ্ঘনে কাউন্সিলর প্রার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দিনাজপুরে আচরণবিধি লঙ্ঘনে কাউন্সিলর প্রার্থী আটক

দিনাজপুর: দিনাজপুর পৌরসভা নির্বাচনের কাউন্সিলর প্রার্থী মাসুদুল ইসলাম মাসুদকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ ডিসেম্বর) নির্বাচন চলাকালে আচরণবিধি অমান্য করার অভিযোগে তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন দিনাজপুর কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান।

তিনি বলেন, নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের সামনে মিছিল করছিলেন মাসুদ। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ টহলরত বাহিনী তাকে আটক করে।

মাসুদ নির্বাচনে উট পাখি মার্কায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী। তিনি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।