ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কারচুপির অভিযোগে নড়াইলে আ’লীগ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কারচুপির অভিযোগে নড়াইলে আ’লীগ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

নড়াইল: ভোট কারচুপির অভিযোগে নড়াইলে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস ভোট বর্জন করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নড়াইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।



তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর বিশ্বাসের সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছেন। এর মধ্যে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স কেন্দ্র, মাসিমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে বেশি কারচুপি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এসআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।