ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কোটচাঁদপুরে ৫০ ব্যালট পেপার বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
কোটচাঁদপুরে ৫০ ব্যালট পেপার বাতিল

ঝিনাইদহ: অবৈধভাবে সিল দেওয়ার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার আখসেন্টার ভোটকেন্দ্রে ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর নির্বাচনে ভোটগ্রহণের সময় এ ঘটনা ঘটে।




সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শরিফুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ চলাকালে একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে জোর করে ব্যালট পেপারে সিল মারতে শুরু করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে অবৈধভাবে সিল মারা ৫০টি ব্যালট পেপার বাতিল কর হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।