ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

ঈশ্বরদী পৌর মেয়র বাবলুকে ইসির শোকজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
ঈশ্বরদী পৌর মেয়র বাবলুকে ইসির শোকজ মকলেছুর রহমান বাবলু

ঈশ্বরদী (পাবনা): পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী মকলেছুর রহমান বাবলুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বাবলুকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) শোকজ করা হয়।



পাবনা জেলা নির্বাচন অফিসার ও উপজেলা রির্টানিং অফিসার সাইফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আবুল কালাম আজাদের অভিযোগ, বাবলু তফসিল ঘোষণার পর তার সময়ের উন্নয়নকাজের বিবরণ দিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে পৌরসভার লোগো ব্যবহার করায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

তিনি জানান, বাবলুর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না ২৪ ঘণ্টার মধ্যে তার জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বিএনপির প্রার্থী মকলেছুর রহমান বাবলু অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, তফসিল ঘোষণার আগে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রাজনৈতিক হয়রানির জন্য প্রতিপক্ষ প্রার্থী এ অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।