ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

নান্দাইলে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নান্দাইলে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে দুই মেয়র ও এক সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র তিনটি বাতিল করেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নূর আলম খান।



ঋণখেলাপির অভিযোগে মেয়র পদে তিনি জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুজ্জামান জুয়েলের মনোনয়নপত্র বাতিল করেন। আর টোকেন জমা না দেওয়ায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী তবারক হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া ঋণখেলাপির অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের বিলকিস সুলতানার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।