ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন: আবারও বৈঠকে আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পৌর নির্বাচন: আবারও বৈঠকে আ’লীগ ছবি: সংগৃহীত

ঢাকা: পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তালিকা চূড়ান্ত এবং প্রতীক বরাদ্দের চিঠি ইস্যু করতে ফের বৈঠকে বসছে আওয়ামী লীগ। বৈঠকটি স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে বৈঠক শুরু হয়।

এর আগে, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক বাংলানিউজকে জানান, বৈঠকে যেসব এলাকার প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি সেগুলো চূড়ান্ত করা হবে।

এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করবেন।

সোমবার (৩০ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অধিকাংশ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। অল্প কিছু পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা বাকি ছিল, সেগুলো মঙ্গলবার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমইউএম/আইএ

** সন্ধ্যায় আবারও বৈঠকে বসছে আ.লীগ
** একক প্রার্থী নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টায় আ’লীগের হাইকমান্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।