ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

শেরপুরে ৪টিতে বিএনপি, ২টিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
শেরপুরে ৪টিতে বিএনপি, ২টিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

শেরপুর: শেরপুর জেলার চার পৌরসভার সবগুলোতেই মেয়র পদে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

তবে সোমবার (৩০ নভেম্বর) দুপুর পর্যন্ত দুই পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ।



জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, শেরপুর পৌরসভায় মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবদুর রাজ্জাক আশিস, নকলায় মোখলেছুর রহমান, নালিতাবাড়ীতে আনোয়ার হোসেন ও শ্রীবরদীতে আবদুল হাকিমকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। শেরপুর সদর ছাড়া অপর তিনজনই বিএনপি সমর্থিত বর্তমান মেয়র।

জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, নালিতাবাড়ী পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও নকলায় হাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে শেরপুর সদর ও শ্রীবরদীতে এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করা যায়নি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বাংলানিউজকে বলেন, শেরপুর সদর ও শ্রীবরদীতে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে স্থানীয়ভাবে ঐকমত্য হয়নি। তাই মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রীয় মনোনয়ন সংসদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।