ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

বরিশালে বিনা বাধায় জামায়াত-শিবিরের মিছিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৩

বরিশাল: কোনো প্রকার বাধা ছাড়াই বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।

বগুড়ায় জামায়াত-শিবিরের ৫ কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।



শনিবার সকাল ৮টায় নগরীর পোর্টরোড মৎস্য বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে হাটখোলা হকার্স মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন,মহানগর জামায়াতের নায়েবে আমীর বদরুল রহমান বাচ্চু, ভারপ্রাপ্ত সেক্রেটারি মতিউর রহমান, মহানগর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।

মিছিল চলাকালে ওই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।