ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দোহারে তিন ইউনিয়নেই নৌকার জয়

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
দোহারে তিন ইউনিয়নেই নৌকার জয়

নবাবগঞ্জ (ঢাকা): দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবক’টিতেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনটি ইউনিয়নের বিজয়ী প্রার্থীরা হলেন-রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুর ইউনয়নে বীর মুক্তিযাদ্ধা মো. আইয়ুব আলী।

 

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোট গণনা শেষে রাত ৯টায় দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন ৬ হাজার ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল হক পেয়েছেন ১ হাজার ৭০৮ ভোট।  

সুতারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ নাসির উদ্দিন ৩ হাজার ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের চঞ্চল মোল্লা পেয়েছেন ২ হাজার ৪৬৯ ভোট।  

এছাড়া মাহমুদপুর ইউনিয়ন নৌকার প্রার্থী বীর মুক্তিযাদ্ধা মো. আইয়ুব আলী ৪ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের ফারুক উজ্জামান পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট।


উল্লেখ্য, দোহার উপজেলায় পৌরসভার সঙ্গে সীমানা জটিলতায় বন্ধ থাকা দীর্ঘ ২০ বছর পর এ তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় ২২৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।