ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

একটিও ভোট পাননি ৫ বারের ইউপি সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
একটিও ভোট পাননি ৫ বারের ইউপি সদস্য দুলাল ভূইয়া

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে (চুনারুঘাট) সদস্য পদে একটিও ভোট পানটি পাঁচ বারের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুলাল ভূইয়া।

এ ওয়ার্ডটিতে পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী ৭৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম পেয়েছেন ৬৬ ভোট। দুলাল ভূইয়া একটিও ভোট পাননি। তিনি আহম্মদাবাদ ইউপির পাঁচ বারের নির্বাচিত সবেক সদস্য ছিলেন।

এ ওয়ার্ডে ১৪৬ ভোটের মধ্যে ১৪৫টি ভোট প্রয়োগ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।