ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিদায়বেলায় একটা ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
বিদায়বেলায় একটা ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলকেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশসহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরিদর্শন শেষে তিনি বলেন, আমাদের বিদায়বেলায় একটি ভালো নির্বাচন দেখতে চাই।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলকেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

এ সময় নির্বাচনের সার্বিক অবস্থা ভালো এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, আমাদের বিদায়বেলায় ভালো একটি নির্বাচন দেখতে চাই। বিকেল ৪টা পর্যন্ত আমরা দেখবো, তার পর মন্তব্য করবো সার্বিক অবস্থা কী।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।