ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইভিএমে ‘স্লো’ ভোট হচ্ছে: তৈমূর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
ইভিএমে ‘স্লো’ ভোট হচ্ছে: তৈমূর নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমূর আলম খন্দকার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতিতে ভোট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, আমরা কেন্দ্রগুলো ঘুরে দেখছি, প্রতিটি কেন্দ্রেই ইভিএমে ভোট স্লো হচ্ছে।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুলকেন্দ্র পরিদর্শন শেষে এ অভিযোগ করেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।

তিনি আরও বলেন, বন্দরে একটি কেন্দ্রে সুফিয়ান নামে একজন ঠিকাদার আমার এক কর্মী মনোয়ার হোসেন সোখনকে গ্রেফতার করিয়েছে।  

জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তৈমূর বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে এখনো সন্তোষ প্রকাশ করার মতো সময় হয়নি।

রোববার সকাল ৮টার দিকে মাসদাইর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে ভোট দেন তৈমূর আলম খন্দকার। তখন তিনি বলেন, এখনই নির্বাচন নিয়ে মন্তব্য করা যাবে না। ভোটারদের জোয়ার আমার পক্ষে আছে। সুষ্ঠু ভোট হলে লক্ষাধিক ভোটে জয়ী হব।

আরও পড়ুন:
ভোটারদের সমর্থন হাতির পক্ষে: তৈমূর
ভোট দিলেন তৈমূর
কেন্দ্র পরিদর্শনে তৈমূর

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।