ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

চিরিরবন্দর-পার্বতীপুরে আ.লীগ ১০, অন্যান্য ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
চিরিরবন্দর-পার্বতীপুরে আ.লীগ ১০, অন্যান্য ১০

দিনাজপুর: বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে দিনাজপুরে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ১০, বিদ্রোহী ৪ এবং বিএনপির ৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নির্বাচনের ফলাফলের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

 

চিরিরবন্দর উপজেলায় বিজয়ীরা হলেন
উপজেলার ১ নম্বর নশরতপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহাব, ২ নম্বর সাতনালা ইউপিতে এনামুল হক শাহ (বিএনপি), ৩ নম্বর ফতেজংপুর ইউপিতে নূর মোহাম্দ লুনা (নৌকা), ৪ নম্বর ঈসবপুর ইউপিতে আবু হায়দার লিটন (নৌকা), ৫ নম্বর আব্দুলপুর ইউপিতে ময়েনউদ্দিন শাহ (বিএনপি), ৬ নম্বর অমরপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন কাজী, ৭ নম্বর আউলিয়াপুকুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহিম, ৮ নম্বর সাইতারা ইউপিতে সন্তোস কুমার রায় (নৌকা), ৯ নম্বর ভিয়াইল ইউপিতে আব্দুর রাজ্জাক শাহ (বিএনপি), ১০ নম্বর পুনট্টি ইউপিতে নূর এ কামাল (নৌকা), ১১ নম্বর তেঁতুলিয়া ইউপিতে আজগার আলী মাস্টার (বিএনপি) এবং ১২ নম্বর আলোকডিহি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী তাজউদ্দিন হোসেন শাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পার্বতীপুর উপজেলার বিজয়ীরা হলেন
উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডি ইউপিতে নূর মোহাম্মদ রাজা (নৌকা), ২ নম্বর মন্মথপুর ইউপিতে আব্দুল ওয়াদুদ আলী শাহ (নৌকা), ৫ নম্বর চণ্ডিপুর ইউপিতে মজিবর রহমান শাহ  (নৌকা), ৬ নম্বর মমিনপুর ইউপিতে নজরুল সরকার (বিএনপি), ৭ নম্বর মোস্তফাপুর ইউপিতে মতিয়ার রহমান (বিএনপি), ৮ নম্বর হাবরা ইউপিতে আনিসুর রহমান (নৌকা), ৯ নম্বর হামিদপুর ইউপিতে রেজওয়ানুল হক (নৌকা) এবং ১০ নম্বর হরিরামপুর ইউপিতে মুজাহিদুল ইসলাম সোহাগ (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।