ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহের ২০ ইউপির ৮টিতে নৌকার হার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ঝিনাইদহের ২০ ইউপির ৮টিতে নৌকার হার

ঝিনাইদহ: পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২টি ও হরিণাকুন্ডু উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটটিতে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা। এসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।


 
শৈলকুপার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র এবং হরিণাকুন্ডুর আট ইউনিয়নের মধ্যে ছয়টিতে স্বতন্ত্র ও দু’টিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।  

বিজয়ী চেয়ারম্যানরা হলেন শৈলকুপা উপজেলার কাচেরকোলে আওয়ামী লীগের অ্যাডভোকেট সালাউদ্দিন জোয়ারর্দার মামুন, ত্রিবেনী ইউনিয়নে আওয়ামী লীগের সেকেন্দার আলী মোল্লা, মির্জাপুরে আওয়ামী লীগের ফিরোজ আহমেদ, দিগনগরে আওয়ামী লীগের জিল্লুর রহমান তপন, সারুটিয়ায় আওয়ামী লীগের মাহমুদুল হাসান মামুন, উমেদপুরে আওয়ামী লীগের সাব্দার হোসেন মোল্লা, দুধসরে আওয়ামী লীগের সাহাবুদ্দিন সাবু, হাকিমপুরে আওয়ামী লীগের ওহেদুজ্জামান জিকু, বগুড়ায় আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল, ধলহরাচন্দ্রে আওয়ামী লীগের মতিয়ার রহমান, আবাইপুরে স্বতন্ত্র প্রার্থী হোলাল বিশ্বাস ও ফুলহরি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন।

এ ছাড়া হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন, কাপাশহাটিয়ায় স্বতন্ত্র প্রার্থী শরাফত দৌলা ঝন্টু, রঘুনাথপুরে স্বতন্ত্র প্রার্থী বসির উদ্দিন, ফলসিতে স্বতন্ত্র প্রার্থী মো. বজলুর রহমান, দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, তাহেরহুদায় স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর রাশেদ, ভায়নায় আওয়ামী লীগের নাজমুল হুদা তুষার ও জোড়াদাহ ইউনিয়নে আওয়ামী লীগের জাহিদুল ইসলাম বাবু।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।