ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাটগ্রামে ৭ ইউপির ৬টিতে নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
পাটগ্রামে ৭ ইউপির ৬টিতে নৌকার জয়

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ছয়জন ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ছয়জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে দহগ্রাম ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে চার হাজার ২৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন পেয়েছেন দুই হাজার ৪৭০ ভোট।

শ্রীরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম প্রধান নৌকা প্রতীকে সাত হাজার ৪৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকিকুল আলম নিশাত পেয়েছেন ছয় হাজার ৬১৪ ভোট।

পাটগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোকলেছুর রহমান ছয় হাজার ৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আব্দুল ওহাব প্রধান নৌকা প্রতীকে পেয়েছেন ছয় হাজার ১০ ভোট।

জগতবেড় ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান সোহেল নৌকা প্রতীকে সাত হাজার ৮৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান পেয়েছেন সাত হাজার ৩১২ ভোট।

জোংড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মজিবর রহমান নৌকা প্রতীকে আট হাজার ৮১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুন্নবী পেয়েছেন চার হাজার ৬৩০ ভোট।

কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত হামিদুল হক নৌকা প্রতীকে চার হাজার ৭৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এবিএম শাহনেওয়াজ পারভেজ পেয়েছেন তিন হাজার ৪৩৬ ভোট।

বুড়িমারী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত তাজুল ইসলাম মিঠু নৌকা প্রতীকে আট হাজার ২৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত পেয়েছেন ছয় হাজার ৭৫৩ ভোট।

এ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার এক লাখ ২১ হাজার ৪৬৯ জন। শতকরা ৮৩ দশমিক ৯৭ ভোট পড়েছে।

বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।