ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপির পুনঃভোটে বিএনপি নেতা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ইউপির পুনঃভোটে বিএনপি নেতা জয়ী

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদের পুনঃভোটে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এ ফল জানা গেছে।

কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহাবুবুর রহমান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ওই ইউপির বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোটরসাইকেল প্রতীকের সমান ভোট পান। দুই প্রার্থী ৮ হাজার ৯৪০ ভোট পেয়ে সমান অবস্থানে থাকায় ফলাফল স্থগিত রাখে নির্বাচন কমিশন।

পরে ওই দুই প্রার্থীর পুনঃভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।

এ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ৩৬০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওই ইউপির বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৮ হাজার ৬৩৬ ভোট।

এ ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ৭০। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫৭৩ ও মহিলা ১২ হাজার ৪৯৭ জন। এ ইউনিয়নে ১১টি কেন্দ্রে ৬৯টি বুথে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ৭৩ শতাংশ পড়েছে।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।