ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি ভোট: ষষ্ঠ ধাপের তফসিল হতে পারে শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ইউপি ভোট: ষষ্ঠ ধাপের তফসিল হতে পারে শনিবার

ঢাকা: আগামী শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় অনুষ্ঠেয় ৯২তম কমিশন সভায় ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করছেন ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

বেশকিছু ইউপিতে আইনি জটিলতা থাকায় এখনই ভোট হচ্ছে না। এক্ষেত্রে তিন শতাধিক ইউপিতে ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ করবে ইসি।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।