ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এত বছর কী করেছেন, আইভীকে মামুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এত বছর কী করেছেন, আইভীকে মামুন সেলিনা হায়াৎ আইভী ও সিরাজুল মামুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশে বলেছেন, এত বছর পর আপনি নির্বাচনের স্লোগান দিলেন সবুজ শ্যামল নগরী চান। তাহলে এতদিন মেয়র থেকে আপনি কি করেছেন।

টানা তিন মেয়াদে মেয়র থেকেও কেন আপনি সবুজের নগরী গড়তে পারেননি নগরবাসীকে জানান।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মহান বিজয় দিবসের র‍্যালি শুরুর আগে এসব কথা বলেন তিনি। পরে নগরীর বিভিন্ন স্থানে র‍্যালি করেন তারা।

এ সময় কয়েকশ নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।