ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন

আইভীর স্লোগান ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
আইভীর স্লোগান ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’

নারায়ণগঞ্জ: ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’ স্লোগান নিয়ে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মাঠে নামবেন।  

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তন প্রাঙ্গনে ১৪ দলের সভায় স্লোগান প্রকাশ করেন আইভী।

আইভী বলেন, ‘২০১১ সালে আমি যখন মেয়র প্রার্থী হই তখন এ ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দেন ও আমার পক্ষে কাজ করেন। তখন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ও স্লোগান দিয়েছিলাম ‘নয় শঙ্কা নয় ভয় শহর হবে শান্তিময়’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছুই করছি।  আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো উন্নয়নের সুযোগ দেবেন।

সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।