ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে শপথ নিলেন নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
কক্সবাজারে শপথ নিলেন নবনির্বাচিত ১৫ ইউপি চেয়ারম্যান

কক্সবাজার: শপথ নিলেন কক্সবাজার সদর, রামু ও উখিয়া উপজেলার নবনির্বাচিত ১৫ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা এবং উখিয়ার ইউএনও মো. নিজাম উদ্দীন।

অনুষ্ঠানে কক্সবাজার সদর ইউনিয়নের পিএমখালীর নবনির্বাচিত চেয়ারম্যান  মো. আবদুল্লাহ,  উখিয়ার পালংখালীর এম. গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালংয়ের এস এম ছৈয়দ আলম, রাজাপালংয়ের জাহাঙ্গীর কবির চৌধুরী, রামুর দক্ষিণ মিঠাছড়ির খোদেসতা বেগম রীনা, খুনিয়াপালংয়ের আবদুল হক কোম্পানি, ফতেখাঁরকুলের সিরাজুল ইসলাম ভূট্টো, কাউয়ারখোপের শামশুল আলম, জোয়ারিয়ানালার কামাল শামশুদ্দিন আহমেদ প্রিন্স, রাজারকুলের মুফিজুর রহমান, চাকমারকুলের নুরুল ইসলাম সিকদার, ঈদগড়ের ফিরোজ আহমদ ভুট্টো, গর্জনিয়ার মুজিবুর রহমান বাবুল, কচ্ছপিয়ার আবু মো. ইসমাঈল নোমান, রশিদনগরের এম.ডি শাহ আলম শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।