ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘নির্বাচন মাঠে ত্রাণ-অর্থ বিতরণ করলে ব‍্যবস্থা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
‘নির্বাচন মাঠে ত্রাণ-অর্থ বিতরণ করলে ব‍্যবস্থা’

ময়মনসিংহ: নির্বাচনের মাঠে ত্রাণ, টাকা বিতরণ করলে ব‍্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ (ডিসি) এনামুল হক।  

তিনি বলেন, টাকার বিনিময়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন।

অভিযোগ পেলে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে। প্রভাবমুক্ত নির্বাচন করতে কেন্দ্রে ব‍্যালট যাবে সকালে এবং কেন্দ্রেই ফলাফল ঘোষণা করতে হবে। না হলে নির্বাচন বাতিল হবে।  

বিশেষ করে নির্বাচন মাঠে ত্রাণ, টাকা বিতরণ করলে ব‍্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো পরিচয় দেখা হবে না। সেই সঙ্গে কোনো প্রার্থী একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল হবে। কারণ আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে গৌরীপুর উপজেলা পরিষদ পাবলিক হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

চলতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে এ মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন।

এ সময় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান।

এছাড়াও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার বাংলানিউজকে জাহান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।  

এ সময় উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানরা, সংরক্ষিত নারী সদস্যরা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।  

সভার শুরুতে স্বাগত বক্তব্যে দেওয়ান মো. সারোয়ার জাহান বলেন, নির্বাচন কমিশন চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সে কারণেই সুন্দর নির্বাচন করে আমরা কেন্দ্রে ফলাফল ঘোষণা করতে চাই। যেন নির্বাচন উৎসবমুখর হয়। তবে ভোটের মাঠের যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে।  

মেজর আখের মাহমুদ বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিত দিন। সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রার্থীতা বাতিল হতে পারে।  

এসপি মোহা. আহমার উজ্জামান বলেন, নির্বাচন হবে উৎসবের, রক্তের হুলি খেলা নয়। নির্বাচন হবে বিশ্বাসযোগ্য। সামনে সিল মারার কোনো সুযোগ নেই। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত র‍্যাব সদস্যরা পুলিশ থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ নির্বাচন কমিশন চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা তা করতে বদ্ধ পরিকর।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।