ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিকে প্রার্থী হতে মেয়র ও নগর ভবন ছাড়ছেন আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
নাসিকে প্রার্থী হতে মেয়র ও নগর ভবন ছাড়ছেন আইভী নাসিক মেয়র আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে লড়তে আইন মেনে মেয়র পদ ছাড়ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

নাসিক ভবনের নির্মাণাধীন মিলনায়তনে এডিবি সাহায্যপুষ্ট (ইউআইআইপিএফ-এনসিসি) প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র আইভী বলেন, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেব, তাই আমি হয়তো আর অফিসেও আসব না।

এর আগেও ২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের আগে ওই বছরের ২৩ নভেম্বর মেয়র পদ ছেড়েছিলেন আইভী। পরে নির্বাচনে তিনি আবারও বিজয়ী হয়ে নগর ভবনে আসেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।