ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইসলামপুরে ৬ ইউপির ৩টিতে আ.লীগের পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ইসলামপুরে ৬ ইউপির ৩টিতে আ.লীগের পরাজয়

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে হেরেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ তিন ইউপির দু’টিতে আওয়ামী লীগের  বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 

আর একটিতে নির্বাচনী সহিংসতার কারণে ফলাফল স্থগিত রয়েছে।

ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন সরকার পেয়েছেন ২ হাজার ৮৩২ ভোট।

পলবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান (আনারস প্রতীক) ৫ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহাদাত হোসেন ডিহিদার পেয়েছেন ২ হাজার ৮৫ ভোট।

গোয়ালেচর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম বাদশা (মোটরসাইকেল প্রতীক) ১১ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শেখ মোহাম্মদ হারুনুর রশিদ (নৌকা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮০৩ ভোট।

গাইবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাকছুদুর রহমান আনছারী (নৌকা প্রতীক) ১০ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৮ হাজার ২১৫ ভোট।

চরগোয়ালীনি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল্ল্যাহ সরকার (নৌকা প্রতীক) ৫ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলীনুর মোল্লা (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৫৪৪ ভোট।

এছাড়া চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণকালীন নির্বাচনী সহিসংসতার কারণে কেন্দ্র স্থগিত এবং ৪ নং চর উচ্চ বিদ্যালয় ও চিনাচরের ৩৯ নং সাজেলের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় অতর্কিত হামলার কারণে ভোট গণণা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনে আরা। ফলে চরপুটিমারী ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।