ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুকসুদপু‌রে ১৩ টি‌তে আ'লীগ, ৩টি‌তে স্বতন্ত্র জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
মুকসুদপু‌রে ১৩ টি‌তে আ'লীগ, ৩টি‌তে স্বতন্ত্র জয়ী ...

গোপালগঞ্জ: ‌গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে ১৬ টি ইউ‌নিয়ন নির্বাচ‌নে ১৩ টি আওয়ামী লীগ ও ৩ টি‌তে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হ‌য়ে‌ছেন।

‌নির্বা‌চিতরা হ‌লেন, পশারগা‌তি ইউ‌পি‌তে রহমান মীর (আওয়ামী লীগ), গো‌বিন্দপুরে ওবায়দুর রহমান (আওয়ামী লীগ), খান্দারপাড়া‌তে সা‌ব্বির খান (আওয়ামী লীগ), বহুগ্রামে প‌রি‌তোষ সরকার (আওয়ামী লীগ), বাশবাড়ীয়ায় ম‌নিরুজ্জামান মোল্লা (আওয়ামী লীগ), ভাবড়াশুরে রিফাতুল আলম মুছা (আওয়ামী লীগ), বা‌টিকামা‌রিতে শাহ আকরাম জাফর (আওয়ামী লীগ), রাঘদীতে সা‌হিদুর রহমান টুটুল (আওয়ামী লীগ), গোহালাতে নজরুল ইসলাম (আওয়ামী লীগ), উজানীতে শ্যামল বোস (আওয়ামী লীগ), কাশা‌লিয়া সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ), ননী‌ক্ষিরে শেখ র‌নি আহ‌ম্মেদ  (আওয়ামী লীগ), দিগনগরে হাজী মোহাম্মদ আলী (আওয়ামী লীগ), মহারাজপুরে স্বতন্ত্র সালাউদ্দীন মিয়া (ঘোড়া), মোচনাতে স্বতন্ত্র এমদাদ হো‌সেন (আনারস) ও জ‌লিরপাড়ে স্বতন্ত্র মি‌হির রায় (আনারস) বেসরকা‌রি ভা‌বে বিজয়ী হ‌য়ে‌ছেন।

এর আগে শা‌ন্তিপূর্ণ ভা‌বে এ ১৬টি ইউ‌নিয়‌নে নির্বাচন অনু‌ষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।