ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জুগিন্দা ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
জুগিন্দা ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া ফাইল ফটো

মেহেরপুর: নির্বাচনকে কেন্দ্র করে ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। বর্তমান গ্রামটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

ভোট দান ঠিকঠাক চললেও বেলা ১১টার দিকে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া।

২ নম্বর ওয়ার্ড মেম্বর প্রার্থী জাকির হোসেনর (ফুটবল মার্কা) সমর্থক নমাজ আলীর ছেলে মুরাদ আলী বর্তমান মেম্বর মফিজুল ইসলামকে (তালা মার্কা) গালিগালাজ করে। প্রতিবাদ করলে মফিজুল ইসলামকে মারধর শুরু করেন। এ ঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে মফিজুল ইসলাম গ্রুপের দুইজন আহত হন।

মেম্বর মফিজুল ইসলাম অভিযোগ করেন, জাকির হোসেনর ক্যাডার বাহিনী জুগিন্দা মোড়ে দাঁড়িয়ে বাহাগুন্দা গ্রামের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেনা। বতর্মানে জাকির হোসেনর দুলাভাই সালাউদ্দিনের নেতৃত্বে জুগিন্দা মোড়ে ভোটারদের বাধা দিচ্ছেন বলেন অভিযোগ করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব পুলিশ এসে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।