ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ইউপি নির্বাচন

নবীগঞ্জে আ.লীগ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
নবীগঞ্জে আ.লীগ প্রার্থীকে জরিমানা বজলুর রহমান

হবিগঞ্জ: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে করগাঁও ইউনিয়নে প্রার্থী বজলুর রহমানকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা পুলিশ সদস্যরা।

জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধিমালার ১১ ও ১৩ নম্বর বিধি লঙ্ঘন করে বজলুর রহমানের নৌকা প্রতীকের সমর্থনে মিছিল-শোডাউন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ তাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বাংলানিউজকে বলেন, উপজেলার প্রতিটি ইউপিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।