ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিমলায় সাত ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
ডিমলায় সাত ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

নীলফামারী: চতুর্থ দফায় নীলফামারীর ডিমলা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজনকে চূড়ান্ত করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (২১ নভেম্বর) তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।  

ডিমলার পশ্চিম  ছাতনাই ইউনিয়নে মো. আনোয়ারুল হক সরকার, বালাপাড়া ইউনিয়নে মো. জহুরুল ইসলাম ভুইয়া, ডিমলা সদর ইউনিয়নে মো. আবুল কাশেম সরকার, নাউতারা ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, খালিশা চাপানী ইউনিয়নে মো. আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে মো. মোজাম্মেল হক ও পূর্ব ছাতনাই ইউনিয়নে মো. আব্দুস সাত্তার সরকার (বুলু)।  

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।