ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

দেওয়ানগঞ্জ পৌরসভায় আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
দেওয়ানগঞ্জ পৌরসভায় আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ফারীন হোসেন

জামালপুর: দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তার প্রার্থিতা বাতিল করেন  দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রির্টানিং কমর্কর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ।

প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে ঋণ খেলাপির কথা উল্লেখ করেছেন তিনি।  

দেওয়ানগঞ্জে সাতজন মনোনয়নপত্র জমা দেন। ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ২৮ ফেব্রয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।