ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

চসিক ভোটে ইসির ব্যয় ১০ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
চসিক ভোটে ইসির ব্যয় ১০ কোটি টাকা 

ঢাকা: সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে অর্ধেক ব্যয় হয়েছে নির্বাচন পরিচালনা খাতে।

বাকি অর্ধেক ব্যয় হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষায়।
 
ইসির বাজেট শাখার উপ-সচবি মো. এনামুল হক জানান, নির্বাচন পরিচালনা খাতে ব্যয় হয়েছে ৫ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা। এ খাতে কেন্দ্র ও ভোট ব্যবস্থাপনা, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা ইত্যাদি বাবদ ব্যয় করতে হয়েছে।
 
এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োগে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পেছনে ৩৩ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা, আনসারের পেছনে ২ কোটি ৬১ ১৭ হাজার ৫২০ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে ৯ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৩৮০ টাকা এরই মধ্যে পরিশোধ করেছে সংস্থাটি। অবশিষ্ট রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিয়োগের ব্যয়।
 
এনামুল হক জানান, বিজিবি এখানো চাহিদাপত্র দেয়নি। তারা চাহিদাপত্র পাঠালে মোট ব্যয় দাঁড়াবে ১০ কোটি টাকার মতো।
 
সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনে এ সিটিতে ব্যয় হয়েছিল ২০ কোটি টাকা। তার আগে ২০১০ সালের নির্বাচনে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। এবার ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করায় ব্যয় কম হয়েছে।
 
গত ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
ইইউডি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।