ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুলাউড়া ও কমলগঞ্জে নৌকার জয়

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
কুলাউড়া ও কমলগঞ্জে নৌকার জয় জুয়েল আহমেদ ও অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত উভয় প্রার্থীই বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।

নির্বাচনে চার হাজার ৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে কুলাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন এক হাজার হাজার ৭৭৬ ভোট। নারকেল গাছ প্রতীক নিয়ে বর্তমান মেয়র শফি আলম ইউনুস পেয়েছেন দুই হাজার ৯৯৪। জগ প্রতীক নিয়ে শাহাজান মিয়া পেয়েছেন চার হাজার ৬৮৫ ভোট।

অপরদিকে পাঁচ হাজার ২৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন জুয়েল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩০১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৮৭। মো. হেলাল মিয়া জগ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৮০৬ ভোট।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।