ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নজিপুর পৌরসভার মেয়র আ’লীগের রেজাউল কবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
নজিপুর পৌরসভার মেয়র আ’লীগের রেজাউল কবির রেজাউল কবির চৌধুরী

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) রেজাউল কবির চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ প্রতীক) আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৫০ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

নজিপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ৯৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৮ হাজার ২১৫ ও নারী ৮ হাজার ৭৮২ জন।

নির্বাচনী এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহলের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।