ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সান্তাহার পৌরসভা

নৌকাকে হারিয়ে ফের মেয়র ধানের শীষের ভুট্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
নৌকাকে হারিয়ে ফের মেয়র ধানের শীষের ভুট্টু আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।

শনিবার সন্ধ্যায় (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুয়ায়ী বিএনপির ভুট্টু পেয়েছেন ৭ হাজার ৭৮৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৮৮৬ ভোট।

সান্তাহার পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১ জন। ভোটা দিয়েছেন ১৫ হাজার ৯৭৬ ভোটার। পৌরসভার মোট ৯ ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।