ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গাংনী পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী আহমেদ আলী, বিএনপির বাবলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
গাংনী পৌর নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী আহমেদ আলী, বিএনপির বাবলু আসাদুজ্জামান বাবলু ও আহমেদ আলী (ডানে)

মেহেরপুর: আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সাবেক মেয়র আহমেদ আলী ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু নিজ নিজ দলের মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে আওয়ামী লীগের দলীয় ওয়েব সাইটে সাবেক মেয়র আহমেদ আলীর নাম ঘোষণা করা হয়।

মেয়র আহমেদ আলী এর আগে দুই বার গাংনী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এরপর শেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের কাছে পরাজিত হন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদ আলী বলেন, আওয়ামী লীগ আমাকে দলীয় টিকিট দিয়েছেন। আমি এ পৌরসভা আওয়ামী লীগকে উপহার দিতে চাই। এবার আমার মূল স্লোগান হবে টেকসই উন্নয়ন।
  
এর আগে শুক্রবার বিকেল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়েছে আসাদুজ্জামান বাবলুর হাতে।
আসাদুজ্জামান বাবলু সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আসাদুজ্জামান বাবলু তাৎক্ষণিকভাবে বলেন, বিএনপির সব নেতাকর্মীকে একত্রিত করে নির্বাচনে অংশ নিতে চাই। সব ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি দেশের বিভিন্ন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।