ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার ইকবাল বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার ইকবাল বিজয়ী ইকবাল আল আজাদ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নিবাচনে ইকবাল আল আজাদ নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নূরুল হক আফিন্দি পেয়েছেন ১৬ হাজার ৮৯০ ভোট।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল রুমে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ এ বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।