ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে ২টিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
লালমনিরহাটে ২টিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী বিজয়ীরা

লালমনিরহাট: লালমনিরহাটে ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মজিবুল আলম সাদাত নৌকা প্রতীকে ৪৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত সফিয়ার রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৯০১ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ৯৪৫৬ জন।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৯৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে দুপুরে ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন খন্দকার মোটরসাইকেল প্রতীকে ৮০৯ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৮৩ জন।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্র নাথ মোটরসাইকেল প্রতীকে ৪০৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল আজম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫৩৪ ভোট।  

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান বেসরকারি এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।