ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাবিথের পক্ষে ভোট চাইতে মাঠে নামছেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
তাবিথের পক্ষে ভোট চাইতে মাঠে নামছেন ফখরুল

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাইতে গণসংযোগে নামছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাবিথ আউয়ালের মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদ হাসান রোববার (১৯ জানুয়ারি) রাতে বাংলানিউজকে জানান, সোমবার (২০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাবিথ আউয়ালের সঙ্গে গণসংযোগ করবেন।

তিনি বলেন, সোমবার সকাল ১০টায় মিরপুর ২ নম্বর সেকশনে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে বাইতুল মোশাররফ জামে মসজিদ থেকে এই গণসংযোগ শুরু হবে।

এটি ঢাকা উত্তরের ৭ নম্বর ওয়ার্ড। এ সময় দলীয় মহাসচিব ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট চাইবেন।

এ সময় দলের অন্যান্য সিনিয়র নেতারাও তাদের সঙ্গে থাকবেন বলে জানান মাহমুদ হাসান।

গত ১০ জানুয়ারি সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পর ঢাকা উত্তরে তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের আনুষ্ঠানিক গণসংযোগ উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি এই প্রথম ভোট চাইতে মাঠে নামছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।