ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নারী কাউন্সিলর প্রার্থী পান্নাকে বহিষ্কার করল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
নারী কাউন্সিলর প্রার্থী পান্নাকে বহিষ্কার করল বিএনপি ...

ঢাকা: নারী সংরক্ষিত আসন-১৭ (ওয়ার্ড নং-৪৯, ৫০ ও ৫১) এর বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী জাকিয়া সুলতানা পান্নাকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টায় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

জানতে চাইলে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাংলানিউজকে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। জাকিয়া সুলতানা আমাদের দলের নেত্রী। তিনি দক্ষিণখান থানা মহিলা দলের সভাপতি। তাকে কেন বহিষ্কার করা হয়েছে জানি না। এ বিষয়ে আমাদের সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।