ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আদালত যে নির্দেশনা দেবেন, তাই করবে কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আদালত যে নির্দেশনা দেবেন, তাই করবে কমিশন

ঢাকা: সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি নির্বাচন পেছানোর দাবির প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, এ নিয়ে আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত যে নির্দেশনা দেবেন, কমিশন সে সিদ্ধান্তই নেবে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ২৯ ও ৩০ জানুয়ারি ব্যতিত নির্বাচনের তারিখ যে কোনোদিন পরিবর্তনের দাবি জানায় নির্বাচন কমিশনে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিম চন্দ্র ভৌমিক সাংবাদিকদের বলেন, ভোটের তারিখ পেছানো না হলে বিদেশে কী বার্তা যাবে? এছাড়া যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে, তবে তার দায় আড়াই কোটি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নেবে না।

মো. আলমগীর বলেন, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ভোটের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে ইসি। ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি। ৩১ জানুয়ারি শুক্রবার। আবার ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। তাই সব দিক বিবেচনায় নিয়েই ৩০ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইইউডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।