ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা দক্ষিণে সাত মেয়র, ৪১৭ কাউন্সিলর প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ঢাকা দক্ষিণে সাত মেয়র, ৪১৭ কাউন্সিলর প্রার্থী

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে শেষ পর্যন্ত সাতজন মেয়র ও ৩৩৫ জন সাধারণ কাউন্সিলর ও ৮২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নেবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির রির্টানিং কর্মকর্তা আবদুল বাতেন।

তিনি জানান, মেয়র পদে সাতজনের প্রার্থিতা বৈধ ছিলো।

তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ৭৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জনের মনোনয়নপত্র বৈধ হয়। তাদের মধ্যে ১২৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৩৩৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৫ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। যাদের মধ্যে থেকে ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এখন ৮২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।