ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনের মাঠে থাকছেন মিলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
নির্বাচনের মাঠে থাকছেন মিলন

ঢাকা: সকালের সিদ্ধান্ত বিকেলে বদলে এবার নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন মিলন। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মিলন বলেন, সকালে পার্টি থেকে বলা হয়েছিল মহাজোটের সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে।

কিছুক্ষণ আগে পার্টি থেকে আমাকে আবারো জানানো হয়েছে নির্বাচন করতে, যার কারণে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করছি না। নির্বাচনের মাঠে আমি থাকছি।

পড়ুন>>মনোনয়ন প্রত্যাহার করছেন দক্ষিণে জাপার মেয়র প্রার্থী মিলন 

আসন্ন ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের শেক ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন এবং জাপার হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ সাতজন মেয়র পদে অংশ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
ডিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।