ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘অনেকটা চাপে পড়েই মনোনয়ন প্রত্যাহার করেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
‘অনেকটা চাপে পড়েই মনোনয়ন প্রত্যাহার করেছি’

ঢাকা: অনেকটা চাপে পড়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাজ্জাদ হোসেন চিশতী।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করতে এসে বাংলানিউজকে তিনি এ কথা জানান।

যুবলীগের বিদায়ী কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতী বলেন, আমাদের ওয়ার্ডের আওয়ামী লীগ থেকে ১৫ জন প্রার্থী হয়েছিল।

১৪ জন প্রার্থী বসে সিদ্ধান্ত নেয় আমাকে মনোনয়ন দেওয়ার। এজন্য তারা কেন্দ্রের কাছে সুপারিশ করে। কিন্তু কেন্দ্র থেকে আমাদের এই সুপারিশ মানা হয়নি। এরপরেও আমি চেয়েছিলাম স্বতন্ত্র থেকে নির্বাচন করবো। সেটিও সম্ভব হচ্ছে না। অনেকটা চাপে পড়েই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

‘কী ধরনের চাপের কারণে সরে দাঁড়াচ্ছেন?’ জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবে না। তবে চাপ একটু আছে। এজন্যই সরে গেলাম।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।