ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার শফিকুল ইসলাম শাহীন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম শাহীন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং কার্যালয়ে এসে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

এসময় তিনি বাংলানিউজকে বলেন, দলের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি।

তিনি আরও বলেন, ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতি করে আসছি। একাধিক গুরুত্বপূর্ণ পদে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি। সর্বশেষ গুলশান থানা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপরও দল আমাকে মূল্যায়ন করেনি। তবে যাই হোক দলকে ভালোবেসেই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।