ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক সোমবার

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধিদল।

সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সূত্র জানায়, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দলের পক্ষ থেকে কতগুলো আবেদন জানাবে বিএনপি। এছাড়া ইভিএম মেশিনে ভোট না নেওয়ারও অনুরোধ করবে তারা।

এছাড়া বৈঠকে বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উপস্থিত থাকবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।